ইসলামী ব্যাংক লিমিটেড এর এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এবং টাঙ্গাইল শাখা, টাঙ্গাইল এর ব্যবস্থাপক জনাব এ, কে, এম, মাহবুব মোর্শেদ এর বিরুদ্ধে মাননীয় ১ম শ্রম আদালত, ঢাকা তে শ্রম পরিদর্শক জনাব নেছার উদ্দিন আহমেদ বিএলএ ফৌজদারী মামলা নং ২৬/২০১২ দায়ের করেন। আইনি কার্যক্রম চলমান অবস্থায় বিবাদী জনাব এ, কে, এম, মাহবুব মোর্শেদ মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রীট পিটিশন (নং ৬০৬৯/২০১২) দায়ের করেন। উচ্চ আদালতে শুনানী শেষে মাননীয় চেয়ারম্যান, ১ম শ্রম আদালত, ঢাকা এর আদেশটি তথা রাষ্ট্রপক্ষের বাদীর পক্ষে রায় বহাল রাখেন। আদেশটি সংযুক্ত করা হলো।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
উপমহাপরিদর্শকের কার্যালয়, ফেনী
ওয়ালেদাইন টাওয়ার, কাঠবালিয়া (সালাউদ্দিন মোড়ের উত্তর পাশে), মাদানী নগর, ফেনী সদর, ফেনী
ফোন : ০২৩৩৭৭৩৪০৫১, শ্রমিক হেল্পলাইন : ১৬৩৫৭, ই-মেইল : difefeni@gmail.com
[অধিক্ষেত্র : ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার সমগ্র এলাকা]
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস