Wellcome to National Portal

🔹 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, ফেনীর সাথে যোগাযোগের ঠিকানা ওয়ালেদাইন টাওয়ার, কাঠবালিয়া (সালাউদ্দিন মোড়ের উত্তর পাশে), মাদানী নগর, ফেনী সদর, ফেনী, ফোন : ০২৩৩৭৭৩৪০৫১, শ্রমিক হেল্পলাইন : ১৬৩৫৭ (টোল ফ্রি), ই-মেইল : difefeni@gmail.com     🔹 গুগল ম্যাপে অফিসের অবস্থান দেখতে এখানে ক্লিক করুন       🔹 অত্র কার্যালয়ের অধিক্ষেত্রে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলাধীন কারখানা/প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা, বকেয়া মজুরী, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সরকার ঘোষিত নিম্নতম মজুরী, প্রসূতি কল্যাণ সুবিধা, দৈনিক কর্মঘন্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, বিভিন্ন প্রকারের ছুটি, বিধিবর্হিভূত শ্রমিক ছাঁটাই/টার্মিনেশন/বরখাস্তসহ চাকুরি সংক্রান্ত যেকোন অভিযোগ সরাসরি অথবা অধিদপ্তরের শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে কল করে জানানো যায়। কর্মক্ষেত্রে যেকোন সহিংসতা/অপ্রীতিকর ঘটনার অভিযোগ ছাড়াও শ্রম সম্পর্কিত যেকোন তথ্য জানতে কিংবা পরামর্শ নিতে ১৬৩৫৭ (টোল ফ্রি) হেল্প লাইনের সহায়তা নেওয়া যায়। অনুরোধে তথ্য প্রদানকারীর/অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়।

Main Comtent Skiped

Title
Check distribution of financial assistance received from Sramik Kalyan Foundation
Details

০৬ নভেম্বর, ২০২২ তারিখে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন থেকে চট্টগ্রামের বি এম কন্টেইনার ডিপোতে সংঘটিত ভয়াবহ দূর্ঘটনায় আহত শ্রমিকদের জন্য বরাদ্দকৃত চেক হস্তান্তর করেন নোয়াখালীর সুযোগ্য জেলা প্রশাসক জনাব  দেওয়ান মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নবসৃষ্ট উপমহাপরিদর্শকের কার্যালয়, ফেনীর উপমহাপরিদর্শক প্রকৌঃ জনাব শরীফ আহাম্মেদ আজাদ।

Attachments
Publish Date
06/11/2022
Archieve Date
30/06/2023