Wellcome to National Portal

🔹 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, ফেনীর সাথে যোগাযোগের ঠিকানা ওয়ালেদাইন টাওয়ার, কাঠবালিয়া (সালাউদ্দিন মোড়ের উত্তর পাশে), মাদানী নগর, ফেনী সদর, ফেনী, ফোন : ০২৩৩৭৭৩৪০৫১, শ্রমিক হেল্পলাইন : ১৬৩৫৭ (টোল ফ্রি), ই-মেইল : difefeni@gmail.com     🔹 গুগল ম্যাপে অফিসের অবস্থান দেখতে এখানে ক্লিক করুন       🔹 অত্র কার্যালয়ের অধিক্ষেত্রে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলাধীন কারখানা/প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা, বকেয়া মজুরী, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সরকার ঘোষিত নিম্নতম মজুরী, প্রসূতি কল্যাণ সুবিধা, দৈনিক কর্মঘন্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, বিভিন্ন প্রকারের ছুটি, বিধিবর্হিভূত শ্রমিক ছাঁটাই/টার্মিনেশন/বরখাস্তসহ চাকুরি সংক্রান্ত যেকোন অভিযোগ সরাসরি অথবা অধিদপ্তরের শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে কল করে জানানো যায়। কর্মক্ষেত্রে যেকোন সহিংসতা/অপ্রীতিকর ঘটনার অভিযোগ ছাড়াও শ্রম সম্পর্কিত যেকোন তথ্য জানতে কিংবা পরামর্শ নিতে ১৬৩৫৭ (টোল ফ্রি) হেল্প লাইনের সহায়তা নেওয়া যায়। অনুরোধে তথ্য প্রদানকারীর/অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়।

Main Comtent Skiped

Title
Writ Petition No. 6069 of 2012 on about Commercial Bank
Details

ইসলামী ব্যাংক লিমিটেড এর এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এবং টাঙ্গাইল শাখা, টাঙ্গাইল এর ব্যবস্থাপক জনাব এ, কে, এম, মাহবুব মোর্শেদ এর বিরুদ্ধে মাননীয় ১ম শ্রম আদালত, ঢাকা তে শ্রম পরিদর্শক জনাব নেছার উদ্দিন আহমেদ বিএলএ ফৌজদারী মামলা নং ২৬/২০১২ দায়ের করেন। আইনি কার্যক্রম চলমান অবস্থায় বিবাদী জনাব এ, কে, এম, মাহবুব মোর্শেদ মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রীট পিটিশন (নং ৬০৬৯/২০১২) দায়ের করেন। উচ্চ আদালতে শুনানী শেষে মাননীয় চেয়ারম্যান, ১ম শ্রম আদালত, ঢাকা এর আদেশটি তথা রাষ্ট্রপক্ষের বাদীর পক্ষে রায় বহাল রাখেন। আদেশটি সংযুক্ত করা হলো।  

Publish Date
30/11/2021
Archieve Date
31/12/2054